বুধবার, ৫ আগস্ট, ২০১৫

একটি আদর্শ বনসাই উপাদানের যে প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলি থাকবে

ভাল মূল ভিত্তি আছে এমন গাছ। 
সুন্দর Trunk-base আছে। 
স্বাভাবিক সৌন্দর্য (Natural beauty) আছে। 
গাছের বাকলে বয়সের ছাপ আছে।
  •  মূল কান্ডে কোন দাগ থাকবে না।
  •  মূল কাণ্ডের সুন্দর Taper থাকবে।
  •  প্রচুর ডালপালা আছে এবং ডালগুলিতে প্রচুর পাতা আছে।
  •  গাছে পোকার আক্রমন থাকবে না।
  • গাছ একেবারে সু বা রোগা হবে না।
  • প্রকৃতির বিরুদ্ধে সংগ্রাম করে টিকে থাকা কষ্ট সহিঞ্চু গাছ।
  • যাদের যথেষ্ট বয়স হয়েছে অথচ তেমন বাড় হয়নি।
উপরের বৈশিষ্ট সম্বলিত বৃক্ষ সংগ্রহ করতে পারলে আপনি একটি সুন্দর বনসাই বৃক্ষ তৈরি করতে পারবেন বলে আমাকরি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন