বুধবার, ৫ আগস্ট, ২০১৫

আসুন নিজেই বানাই চমৎকার বনসাই [পর্ব-০৬] :: যেভাবে কাটিং হতে নতুন উদ্ভিদ তৈরি করবেন

কাটিং এর জন্য প্রয়োজনীয় উপকরনঃ
১) প্রুনিং কাচি ( বা ধারালো ছুরি ও ব্যবহার করতে পারেন)
২) মূল গজানোর হরমোন। ( যেকোন নার্সারিতে পাবেন)
মূল গজানোর হরমোন দেখতে অনেকটা আঠার মত
৩) আপনার প্রস্তুতকৃত মাটি। কিভাবে মাটি রি করবেন তা ৪র্থপর্বে আলোচনা করেছি।
৪) বড় আকারের টব।
কাজের ধারাঃ
কাটিং এর জন্য খুব ধারালো চাকু বা প্রুনিং কাচি ব্যবহার করবেন। কারন কাটার যায়গা মসৃন হতে হবে।
  • নরম কাঠ বা অর্ধ নরম কাঠ কাটিং এর জন্য ৬ ইন্চি লম্বা করে কাটবেন এবং শক্ত কাঠ কাটিং এর জন্য ৬-৯ ইন্চি লম্বা করে কাটবেন।
  • কাটার সময় কান্ডের যে স্হান হতে কাটবেন সেখানে পাতা বা কুরির ঠিক নিচে সোজা করে কাটবেন ও কাটর যায়গা এবরোথেবরো করবেন না।
  • কাটিং এর নিচের অর্ধেক অংশ অর্থাৎ ৬ ইন্চির নিচের ৩ ইন্চি হতে পাতা ফেলে দিন।
  • কঠিন কাঠের জন্য কান্ডের মধ্যভাগ কেটে নেয়া উচিৎ এর শীর্ষ ভাগ একটি পাতা বা কুড়ির ঠিক নিচে তির্যক ভাবে কেটে নেবেন।
  • প্রতিটি কাটিং এর নিম্ন ভাগ মূল গজানোর হরমোনে ডুবিয়ে তারপর টবের মাটিতে লাগাবেন।
  • মূলগজানোর মাটি অর্থৎ টবের মাটিকে আগেই পানি দ্বারা ভিজিয়ে নিতে হবে।
  • কাটিং টবে লাগানোর কিছুদিন পর যখন দেখবেন আপনার কাটিং এ কোন কুড়ি বা পাতার নতুন বৃদ্ধি হয়েছে তখন বুঝতে হবে আপনার কাটিং হতে হয়তো মূল গজিয়েছে ।
  • প্লাস্টিকের বালতিতে লাগানো কাটিং
  • পরিশেষে যখন দেখবেন আপনার কাটিং ভালোভাবে বৃদ্ধি লাভ করছে তখন এটিকে সাতন্ত্র পাত্রে বা আপনার নির্ধারিত টবে লাগাতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন